স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের পুরাতন সুরমা নদীর উপর কাঠইর বেইলি সেতুর নিচে বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে নৌকা থেকে পড়ে একজন মাঝি নিখোঁজ ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করলেও এখনো নিখোঁজ যুবককে উদ্ধার করা যায়নি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঠইর বেইলি সেতুর নিচে বিদ্যুতের তার ঝুলে ছিল। জামালগঞ্জের চাঁনপুর গ্রাম থেকে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া পশুর হাটে পশু নিতে রওয়ানা দেন চালক মোবারক হোসেন (৩০)। মঙ্গলবার সকাল ১০টায় কাঠইর সেতুর নিচে যাওয়ার পর নৌকায় থাকা চাঁনপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র নৌকা চালক মোবারক হোসেন ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে নৌকা থেকে পড়ে যান। এসময় তার পাশে বসা নৌকার মালিক আকবর আলীর পুত্র মোতাকাব্বের আলী (২৫) আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে স্থানীয়রা এই দৃশ্য দেখে এগিয়ে গিয়ে নিজেরাই নদীতে খুঁজতে থাকেন নিখোঁজ মাঝিকে। পরে তারা সুনামগঞ্জ দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামেন। চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তারা নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেননি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী সাইদুল ইসলাম বলেন, আমরা চার ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ নৌকা চালককে উদ্ধার করতে পারিনি। তবে এখনো আমরা চেষ্টা করছি।