শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৮শত টাকার বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার।
সভার শুরুতে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব হিসেবে আয় ধরা হয়েছে ৬১ লাখ ১৫ হাজার ২০৩ টাকা। ২০২১-২২ অর্থবছরের রাজস্ব হিসেবে আয় হয়েছিল ৭০ লাখ ৬২ হাজার ৫৩ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।