স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপি অডিটোরিয়াম হলে সাবেক জেলা কমাডেন্ট আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা কমাডেন্ট ও জেলা কমাডেন্ট (চলতি দায়িত্ব) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কামরুজ্জামান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক এসএম সালাউদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধর্মপাশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তৌহিদ মিয়া। শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল ওয়াহাব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সালেহ আহমদ। পবিত্র গীতা পাঠ করেন ববিতা রানী সরকার। মানপত্র পাঠ করেন সদর উপজেলা দলনেতা শেরজাহান ও ২নং রঙ্গারচর ইউনিয়ন দলনেত্রী তাসলিমা আক্তার।