স্টাফ রিপোর্টার ::
সোনালী এজেন্ট ব্যাংকিং নারায়ণতলা আউটলেট উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা চৌমুহনী বাজারে প্রধান অতিথি হিসেবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড সিলেট অফিসের জেলারেল ম্যানেজার মো. জামান মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হানিফ মো. সালাউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোকসেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ওসমান গণি, স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলাম মধু মিয়া, সমাজসেবক আবুল হায়াত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী এজেন্ট ব্যাংকিং মেসার্স বায়োজিদ মেডিকেল হলের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের উন্নয়নে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।