দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদল মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে দোয়ারাবাজার উপজেলা সদরে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের ধাওয়া করেন। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেন। এ নিয়ে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন পুলিশ প্রশাসনের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার রেশ এখনও কাটেনি বলে জানাগেছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন।
জানাযায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকেই উপজেলা সদরে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে দোয়ারাবাজার সকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কাছে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা এতে বাধা দেন। পরবর্তীতে ছাত্রদল নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। এসময় পুলিশ ছাত্রদল কর্মীদের উপজেলার দিকেও ছাত্রলীগ কর্মীদের বাজারে চলে যেতে বলেন।
ছাত্রলীগ নেতা এনামুল হাসান হৃদয় বলেন, বাংলাদেশ ছাত্রদলের সাধারণ স¤পাদক জুয়েল জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করার সময় ছাত্রদল মিছিল নিয়ে আসে। তারই প্রেক্ষিতে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করে।