স্টাফ রিপোর্টার ::
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার সকালে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক সিনিয়র সচিব দিলোয়ার বখত।
ত্রাণ বিতরণে সহযোগিতা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান হাসনু, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম খান মামুন, সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাস, এডভোকেট নাজমুল হুদা হিমেল প্রমুখ।
সংগঠনের সদস্য সচিব জহির আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মো. সোহাগ মিয়ার সঞ্চালনায় শহরের সাহেব বাড়িঘাট এলাকা থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে নৌকাযোগে ২ শতাধিক পরিবারের মানুষের মাঝে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, ব্রেড, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ।