স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর ও বেরীগাঁও গ্রামের কৃষক ও কৃষাণীদের মাঝে উন্নতজাতের ডাল, তেল ও মসলা বীজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে এই বীজ বিতরণ করা হয়। উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় বারি মাস-৩ এর উপর মাঠদিবসে ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. গোলাম মোস্তফা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।