স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ মে) ইউনিয়নের শাখাইতি অস্থায়ী কার্যালয়ে মোট বাজেট (সম্ভাব্য আয়) ১ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৩৩৭ টাকা, (সম্ভাব্য ব্যয়) ১ কোটি ১৪ লক্ষ ২১ হাজার ৮৩৯ টাকা, (সম্ভাব্য উদ্বৃত্ত) ৫ লক্ষ ৪৭ হাজার ৪৯৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব জীবন্ত সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন কাঠইর ইউপি চেয়ারম্যান মো. মুফতি সামছুল ইসলাম, জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, শোয়াইবুর রহমান, মো. আজিম আলী, মো. আব্দুল মোক্তাদির, মো. আব্দুল ওয়াদুদ, মো. জামাল উদ্দিন, তেরা মিয়া, মো. আব্দুল ওহাব, মো. আব্দুর রাজ্জাক, জাহানারা বেগম, নাছিমা বেগম, মোছা. আম্বিয়া বেগম, কাঠইর ৮নং ওয়ার্ড আওয়ামী কৃষকলীগের সভাপতি মো. আব্দুল্লাহ, ইছাক আলী প্রমুখ। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।