1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

প্রধানমন্ত্রীর উপহার পড়ে আছে অযত্ন-অবহেলায়

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

জয়ন্ত সেন ::
শাল্লায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ অ্যাম্বুলেন্স। উপজেলাবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য এ নৌ অ্যাম্বুলেন্সটি দেওয়া হলেও তা অচল হয়ে পড়ে আছে দাড়াইন নদীর পাড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন নষ্ট হওয়ার পথে।
হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় রোগীদের যাতায়াতে ২০১৮ সালে উপজেলাবাসীর জন্য নৌ অ্যাম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে প্রদান করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সটি শাল্লাবাসীর কোনো উপকারে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যমতে- ‘অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনে বেশি তেল খায়’। কেউ কেউ বলেছেন- ‘ইঞ্জিনে ত্রুটি’। এমন যুক্তি দেখিয়ে এটি পরিত্যক্ত অবস্থায় রাখা হয় বছরের পর বছর। সম্প্রতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যায় নৌ অ্যাম্বুলেন্সটি।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের শিব গাছতলা পাশে যে অ্যাম্বুলেন্সটি রোগীদের সেবায় নিয়োজিত থাকার কথা, সেটি এখন নিজেই রোগী হয়ে পানির নিচে ডুবে গেছে।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল আকরাম বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু বলতে পারব না। ডাক্তারসহ একটা কমিটি করা হয়েছে ওরা বিষয়টা ভাল করে বলতে পারবে।
কমিটির প্রধান ডা. রাজিব বিশ্বাস বলেন, নৌ অ্যাম্বুলেন্সটি যখন পানির নিচে তলিয়ে গেছে এটা তোলার জন্য হঠাৎ করেই আমাকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়। এই কমিটি করতে আরও ৫-৬ দিন সময় লেগেছে। এখান থেকে মেডিক্যালে গিয়ে আমাদের আরএমও স্যার এবং সেলিনা (ইউ.এইচ.ও) ম্যামকে বলি ৪-৫ জনে এটা তোলা সম্ভব না। পরবর্তীতে সেলিনা ম্যাম ইউ.এন.ও এবং চেয়ারম্যানের সাথে কথা বলেন উনারা বলেন এটা তুলতে অনেক টাকার প্রয়োজন, এই পরিমাণ বরাদ্দ নাই। এখন এটা নিয়ে আর কোন তৎপরতা নেই।
বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের তদারকির অভাবেই সরকারের লাখ লাখ টাকা মূল্যের স¤পদ পানিতে ডুবলো। এটি সচল থাকলে শাল্লাবাসীর অনেক উপকার হতো।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার বলেন, এ ব্যাপারে আমরা ইউএনও, চেয়ারম্যান, এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করেছি।
সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আহমদ হোসেন বলেন, যখন আসে তখনই ইঞ্জিন বিকল হয়ে গেছে। আমি নতুন এসেছি। ফলে কী কারণে এটি বিকল হয়েছে আমার পক্ষে বলা সম্ভব না। এটি কত টাকা মূল্যের অ্যাম্বুলেন্স তাও জানি না। এখন ডুবানো অ্যাম্বুলেন্সকে বাঁচাতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে দেখতে হবে এটাকে সচল করা যায় কিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com