স্টাফ রিপোর্টার ::
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ‘থিয়েটার একুশে’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাড. শামসুল আবেদীন, নাট্যব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য্য, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, নাট্যাভিনেতা ও পৌর ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আবু নাসের, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক সন্তোষ কুমার চন্দ, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস, নাট্যাভিনেতা বিধান চন্দ্র বণিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। সুনামগঞ্জের নাট্যাঙ্গনে নতুন আরেকটি থিয়েটার যোগ হলো। আমরা বিশ্বাস করি থিয়েটার একুশ নাটকের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
অভিষেক অনুষ্ঠানে অভিনেতা ও নাট্যকার পল্লব ভট্টাচার্য্যের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “রাক্ষুসী বান”। নাটকে অভিনয় করেন পল্লব ভট্টাচার্য্য, শহীদনূর আহমেদ, রাজ, জুনায়েদসহ আরও অনেকে।