জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জগন্নাথপুর উপজেলার সকল বন্যা দুর্গত ও কর্মহীন মানুষের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ হিসেবে চালসহ শুকনো খাবার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এর মধ্যে আশারকান্দি ইউনিয়নের দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খানসহ ইউপি সদস্যগণ। এরই ধারাবাহিকতায় শনিবার উপজেলার বিভিন্ন অঞ্চলে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।