ছাতক প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মাহির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাহির প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মাহির।
পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদের সভাপতিত্বে ও ছাতক সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক শাহ আলম বাসিত, জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রুবেল, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক রুবেল তালুকদার জনি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তারেক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, সোহাগ আহমদ, মিজানুর রহমান, রুবেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক তারেক আহমেদ তালুকদার, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক স¤পাদক আলী রাজ, জেলা ছাত্রলীগের সহ-স¤পাদক তোফায়েল তালুকদার, তাসরিফ আহমেদ, মাসুম আহমদ, ছাত্রলীগ নেতা মাহিম চৌধুরী, রিফাত চৌধুরী, রেজু মিয়া, সাজ্জাদ আহমদ, হাফিজুর, রুয়েল আহমদ, আবির তালুকদার, রানা মিয়া, ফজল তালুকদার, তপু বর্ধন, জিবরান আহমদ, শান্ত সরকার, রাজন দাস, উজ্জ্বল তালুকদার, কয়েছ আহমদ, শাহরাজ, নাঈম আহমদ, জাকির হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।