স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। সভা সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক বিমল বণিক।
সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন পূজা বিষয়ক স¤পাদক নারায়ণ চক্রবর্তী।
বক্তব্য রাখেন সহ-সভাপতি স্বপন কুমার দাস, কলি তালুকদার আরতি, জন্টু তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাধা কান্ত সূত্রধর, শংকর বণিক, জীবন কৃষ্ণ দাস, সোনাধন দে, অজিত দাশ, রুপালি সোম, কাজল বণিক, বিভাস দেব প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। উপদেষ্টামণ্ডলীর সদস্যগণ হলেন- ধূর্জটি কুমার বসু, রমেন্দ্র কুমার দে মিন্টু, প্রফেসর পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, নৃপেশ তালুকদার নানু, ঊষা রায়, বিকাশ চৌধুরী ভানু, সুখেন্দু সেন, দেবব্রত দাস, গৌরাঙ্গ চক্রবর্তী, অ্যাড. পরিতোষ রায়, বিজন সেন রায়, অ্যাড. নগেন্দ্র দাস, প্রণতি রায়।
এছাড়া সংগঠনকে শক্তিশালী করার জন্য সাংগঠনিকভাবে বিভিন্ন উপজেলায় সম্মেলনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। জুন মাসে তাহিরপুর, ছাতক, শাল্লা, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সম্মেলনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলার নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে।