স্টাফ রিপোর্টার ::
ভালোবাসি দেশকে, সেবা করি দেশকে-এই প্রতিপাদ্যে দোয়ারাবাজার উপজেলায় বন্যার্তদের মাঝে ঢাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা লায়ন্স ক্লাবের অর্গানাইজার এবং দাতা লায়ন এম এ হাসান ও লায়ন হাবিবা হাসানের আর্থিক সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারের খলিল মার্কেট প্রাঙ্গণে ইউনিয়নের ২২০টি বন্যার্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি লবণ ও ৫ প্যাকেট স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খলিলুর রহমান, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওমর গনি, লিও ক্লাবের সাবেক সভাপতি লিও মো. জাহিদুল ইসলাম জজ, মাহমুদ রাফি, জহিরুল ইসলাম, প্রসেনজিৎ, সাজু ইসলাম, মিশুক, খোরশেদ আলম, যুবলীগ নেতা কামরুল হাসান দুর্জয় প্রমুখ।