স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় ৩টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে এগুলোর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল। সড়কগুলো হল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের রাস্তা, বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের অধ্যক্ষ জুনাব আলীর বাড়ি হতে সুনামগঞ্জ সড়ক পর্যন্ত রাস্তা এবং বাদাঘাট গ্রামের আবুল কালামের বাড়ির সামনের রাস্তা।
নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ স¤পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদ সদস্য রইছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মুহিত চৌধুরী, জুয়েল মিয়া, নিখিল পাল, তাহের মিয়া, নূরুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাহাত হায়দার, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সায়দুর রহমান প্রমুখ।