জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অটো টেম্পু-অটো রিকসা ড্রাইভার্স ইউনিয়ন জগন্নাথপুর পশ্চিমপাড় উপ-কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জুনেদ আহমদ ভূইয়া ছাতা প্রতীকে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরাজ মিয়া চাকা প্রতীকে ১১১ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সাফিজ আহমদ ভূইয়া হরিণ প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ কামাল হোসেন ডাব প্রতীকে ১১৯ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে কাউছার মিয়া ও কোষাধ্যক্ষ পদে দুলন মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে হানিফ মিয়া ও মশিক মিয়া নির্বাচিত হন। নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ দল দিনব্যাপী দায়িত্ব পালন করে।