স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তা হিসেবে শুকনো খাবার চিড়া ও গুড় দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামের বিভিন্ন পাড়ার বন্যা কবলিত লোকজনের হাতে শুকনো খাবারের প্যাকেট তোলে দেন জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য তাহের মিয়া, তাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেহেদী হাসান লিটন প্রমুখ।