স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ১১টি উপজেলার শিশুদের নিয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর এ প্রতিযোগিতা জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। অনুষ্ঠানটির আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ।
শিশুদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইফতি শাম প্রীতি, মো. শাহাবুদ্দিন আহমেদ, অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, শান্তময় ভট্টাচার্য, শিক্ষক সন্তেুাষ চন্দ মন্তেুাষ, শাহীন বখত, মো. সুবাস উদ্দিন ও দ্বীপায়ন চৌধুরী।
আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় ১১টি উপজেলা থেকে আগত শিশু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ জানান, জেলা পর্যায়ে ১ম স্থান অধিকারী বিজয়ী শিশু শিক্ষার্থীরা আগামী ২৮, ২৯ ও ৩০ মে সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।