ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। বুধবার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়।
জানাযায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের ১২টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে পুলিন চন্দ্র রায়কে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়েছে।
এদিকে পুলিন চন্দ্র রায় জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক খান উপস্থিত ছিলেন।