স্টাফ রিপোর্টার ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ‘বিস্যুদবারের বৈঠকে’ সভাপতিত্ব করেন কবি ও লেখক সুখেন্দু সেন।
সিনিয়র শিক্ষক আহমেদ আলবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় অংশ নেন অধ্যাপক ও লেখক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, অ্যাড. শাহ আলম মহি উদ্দিন, লেখক রমেন্দ্র কুমার দে মিন্টু, শাহজালাল কলেজের সহকারী অধ্যাপক এনামুল কবির, কবি কোহিনূর বেগম, প্রভাষক মশিউর রহমান, উপস্থিত ছিলেন, অ্যাড. এনাম আহমেদ, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, সাংবাদিক অ্যাড. খলিল রহমান, জেলা উদীচী সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, দুলাল মিয়া, রাজু রাজ চৌধুরী প্রমুখ।
আলোচনা বক্তারা বলেন, কবি নজরুল আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। আমাদের মুক্তিযুদ্ধে কবি নজরুল ছিলেন অনুপ্রেরণার উৎস। তার গান ও কবিতা আমাদের রণাঙ্গনে সাহস ও শক্তি জুগিয়েছে। তিনি প্রেমের কবি, দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবিকতার কবি, অসাম্প্রদায়িকতার কবি এবং গণমানুষের কবি।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা-উত্তর বাংলাদেশে নজরুলকে ভারত থেকে নিয়ে আসা হয় এবং পরে জাতির পিতা তাকে জাতীয় কবির মর্যাদায় আসীন করেছিলেন। কবি নজরুল সব ঝড়-ঝঞ্ঝা দূর করে সব সময় বিজয়ের গান গেয়েছেন। সুতরাং জাতীয় কবি নজরুল আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর চেতনা, তাঁর আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।