স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী স¤পাদক, খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেছেন, পীর হাবিব ছিলেন সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল বাতিঘর। তার সৃষ্টির মাধ্যমে তিনি সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। সংকটকালে তাঁর লেখনি দেশ ও জাতির জন্য দিশা হিসেবে কাজ করবে। তিনি আমাদের সাহসী কলম সৈনিক হিসেবে তিনি আমাদের স্মৃতিতে আজীবন অক্ষয় থাকবেন। এই গুণী ব্যক্তিকে হারিয়ে সুনামগঞ্জ তথা সমগ্র বাংলাদেশ এক ক্ষণজন্মা সাংবাদিককে হারিয়েছে।
শনিবার রাত ৮টায় সুনামগঞ্জ প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানার সভাপতিত্বে ও সাংবাদিক মাসুম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট ও সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, প্রয়াত পীর হাবিবের বড়ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সিনিয়র আইনজীবী মল্লিক মঈন উদ্দিন সোহেল, নারীনেত্রী দিলারা বেগম, সঞ্চিতা চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ইশতিয়াক রুপু আহমদ, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার। পরে পীর হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক আমিনুল হক।
শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক বখত, ডা. কনিজ রহিমা রব্বানী কথা, দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক ঝুনু চৌধুরী, অরুণ চক্রবর্তী, হিমাদ্রি শেখর ভদ্র, সিরাজুল ইসলাম শ্যামল, আনোয়ারুল হক, মানব তালুকদার, মো. সুহেল আলম, মো. বাবুল মিয়া, মো. আলাউর রহমান প্রমুখ।
স্মরণসভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন তৃণমূল নারীনেত্রী জাকিয়া সুলতানা।