জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ মাঠে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত ৯টায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ স্মৃতি স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আলম লিমন প্রমুখ।
ফাইনাল ম্যাচে রাজকণ্ঠ ফুটবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাসকুরা এন্টারপ্রাইজ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।