স্টাফ রিপোর্টার ::
যক্ষ্মা রোগ বিষয়ক ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাকের যক্ষ্মা সেবা কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় যক্ষ্মা রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া যক্ষ্মা রোগ নির্মূলে জনসচেতনতার উপর জোরদার করা হয়।
নাটাবের সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন আহাম্মদ হোসেন। আরও বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর একে আজাদ, এরিয়া সুপারভাইজার শামীম আল মাহমুদ খান প্রমুখ।