তাহিরপুর প্রতিনিধি ::
হিন্দু ধর্মাবলম্বীদের কিশোর-কিশোরীদের ধর্মীয় শিক্ষায় ও গীতার আদর্শ শেখাতে তাহিরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৈদিক গীতা শিক্ষাকেন্দ্র (গীতা স্কুল)। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মধ্য তাহিরপুর খলাহাটি মন্দিরে এই স্কুলের উদ্বোধন করা হয়। বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের সার্বিক সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উপজেলা সদরের সনাতনী মানুষদের গীতার আলোয় আলোকিত করা ও সকলকে গীতা ও মানবতা স¤পর্কে বাহ্যিক জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে খলাহাটি গ্রামের সনাতনী উদীয়মান যুবক জয় রায়, পার্থ চক্রবর্তী, উত্তম রায়, চয়ন মুখার্জী, দীপু মুখার্জী, সাগর, দীপ্ত, প্রলয় ও আকাশ বৈদিক গীতা স্কুলটি পরিচালনা করছেন।
জানা যায়, এখান থেকেই হিন্দু শিক্ষার্থীরা গীতা ও ধর্ম স¤পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এ সময় স্কুলের অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।
বৈদিক গীতা স্কুলের শিক্ষক জয় রায় জানান, তাহিরপুরে একটি বৈদিক গীতা স্কুল করতে পেরে আমরা খুব আনন্দিত। সপ্তাহের প্রতি শুক্রবারে আমাদের গীতাক্লাস অনুষ্ঠিত হবে। আমরা আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, এতে সকলের সহযোগিতা কামনা করছি।