জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সরকারি ২০ টন পচা চাল মাটি চাপা দেয়া হয়েছে। জানাগেছে, ২০১৭ সালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে রিলিফের চাল বিতরণ নিয়ে অনিয়মের দায়ে তৎকালীন সময়ে প্রশাসন ২০টন চাল জব্দ করে এবং ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সিলগালা করে রাখে। এর মধ্যে চলে গেছে প্রায় ৫ বছর। বেশ কিছু দিন ধরে এসব চাল পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। অবশেষে বৃহস্পতিবার এসব পচা চাল মাটি চাপা দেয়া হয়েছে বলে কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক, জেলা খাদ্য কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।