1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ১২ মে ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত দুই সপ্তাহ পর

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার অনুমতি না থাকায় করোনার সংক্রমণ পরিস্থিতি আরও দুই সপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৃহ¯পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন এ একথা জানান তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিকের ব্যাপারে যেহেতু শিক্ষার্থীদের টিকা নেওয়া হয়নি, আমাদের পরামর্শকরা বলেছেন যে, সংক্রমণ দ্রুত নামছে। আমরা গোড়াতে দেখেছি, সংক্রমণের হার ৩০ শতাংশ ছিল, এখন দেখছি ১২ দশমিক ২০ শতাংশে নেমে এসেছে। এই ধারা অব্যাহত থাকবে বলেই আশা করছি। আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে ১০ দিন বা দুই সপ্তাহের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারবো বলে আশা করি। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের জন্য নিয়ে আসছি না। আর একটু ওয়েট করছি, কারণ তাদের তো টিকা দেওয়া হয়নি। আমরা সপ্তাহ দুয়েক একটু দেখবো।
দীপু মনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থী অর্থাৎ ১২ বছরের নিচের শিশুদেরও টিকাদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও একটা অনুমোদনের ব্যাপার রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর বিষয়গুলো দেখছে। প্রাথমিক মন্ত্রণালয় শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করছে। যখনই স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিয়ে তৈরি হবে, তখনই শিশুদেরও টিকাদান কার্যক্রম শুরু করতে পারবো।
দুই বছর ধরে বন্ধ থাকা প্রাক-প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আমরা তো প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি স্কুল খুলে দিই, তাহলে প্রাক-প্রাথমিক নিয়েও ভাববো। কারণ তারা তো ছোট শিশু।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৮ মাস পর গত বছরে ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও দুই দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com