স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন ওষুধ, সরঞ্জাম ও খাবারের টেন্ডার (দরপত্র) জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে টেন্ডার সিডিউল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ ৫ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার। তিনি জানান, বৃহ¯পতিবার আসামিদের সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আসামির পক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন এবং আসামিদের কারাগারে প্রেরণের নিদের্শ দেন।
অন্যান্য আসামিরা হল- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, রিগেন আহমদ, সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের ওয়াহিদ আলীর ছেলে হামিদুর রহমান শিপন ও মীরপুর ১০ এর বাসিন্দ মাজেদ বিশ্বাসের ছেলে শাওন মাহমুদ।
প্রসঙ্গত, গেল বুধবার সকালে হাসপাতালের ভেতরে হাসপাতালের বিভিন্ন ওষুধ, সরঞ্জাম ও খাবারের টেন্ডার (দরপত্র) জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে সিডিউল ছিনতাই করে নিয়ে যায় আসামিরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে টেন্ডার ছিনতাইকারীদের শনাক্ত করে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ ৫ জনকে আটক করা হয়।