স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ৭৬তম জন্মদিন উদযাপন হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অমল কর, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, যুবলীগ নেতা পাভেল আহমদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক হারুনুর রশিদ প্রমুখ।