স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের পক্ষ থেকে দরিদ্র্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কালীবাড়িস্থ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারি অ্যাড. আলহাজ্ব মো. মতিউর রহমান পীর। ১৫০ পিস কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য অ্যাড. হায়দার চৌধুরী লিটন, আলহাজ্ব মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট অফিসার কনিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, ফারুক মিয়া, আব্দুস সালাম, মাসুম আহমেদ, যুব প্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান-১ সালেহ আহমেদ রিয়াদ, উপ-যুবপ্রধান-২ প্রিয়াস শ্যাম প্রিতম, ফাহিমা আক্তার স্বর্ণা, বন্যা, আপন আহমেদ, মাহিম আহমেদ প্রমুখ।