স্টাফ রিপোর্টার ::
নরসিংদী কর্মজীবী ফোরাম, সুনামগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় বিভিন্ন সেক্টরে কর্মরত নরসিংদীর বাসিন্দাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে শহরের হোসেন বখত চত্বরে অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণকে আহ্বায়ক ও জুনিয়র লাইব্রেরিয়ান আনিসুর রহমানকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মো. আবু সাঈদ শেখ, বিটিসিএল-এর সহকারী ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. এনামুল হক মোল্লা, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী শাহীনুর রহমান, সুনামগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর সাইফুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের হিসাররক্ষক মো. ফয়সল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবরক্ষক মোহাম্মদ মাসুদুল আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার এএসআই তুহিন, জেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী মো. রিমন সরকার ও এলজিইডি’র হিসাব সহকারী মো. আক্রামুল হাসান তুহিন।