1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

এইচএসসি’র ফলাফল : আলহাজ্ব মতিউর রহমান কলেজে শতভাগ পাস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ::
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলায় বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নে প্রতিষ্ঠিত আলহাজ্ব মতিউর রহমান কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এতে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকাবাসী ব্যাপক আনন্দিত।
জানাযায়, আলহাজ্ব মতিউর রহমান কলেজে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ৯১ জন, তাদের সবাই পাস করেছেন। বিগত কয়েকবছরে অনুষ্ঠিত পরীক্ষার মধ্যে এবারই সবচেয়ে ভালো ফলাফল এবং শতভাগ পাস করেছে কলেজটি। এই আনন্দে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গতকাল মিষ্টি বিতরণও করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ের বৃহত্তর জনগোষ্ঠীর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য সর্বপ্রথম এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি নিজস্ব জমিতে এবং নিজস্ব অর্থায়নে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। তিনি বর্তমানেও কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বলেন, এ সাফল্যে আমি গর্বিত। আমি মনে করি, আমাদের সকল শিক্ষক-অভিভাবকদের সার্বিক নজরদারি ও আন্তরিকতা এ ফলাফল এনে দিয়েছে। বিশেষ করে কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান স্যার সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন, করোনাকালীন এই সময়ে যখন যা প্রয়োজন তা তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের শিক্ষকমণ্ডলী অনলাইন ক্লাস, এসাইনমেন্টসহ বিশেষ ক্লাসগুলো খুব যত্ন সহকারে নিয়েছেন। যার ফলশ্রুতিতে আমাদের কলেজ শতভাগ পাস করেছে।
ফলাফলে অগ্রগতি ও সাফল্য প্রসঙ্গে কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেন, আমাদের ভালো ফলের পেছনে অনেকগুলো বিষয় জড়িত। আমার কলেজের শিক্ষকমণ্ডলী করোনাকালীন সময়ে অনলাইনে নিয়মিত ক্লাস নিয়েছেন। কিছুদিনের জন্য যখন কলেজ খুলে তখন আমার কলেজের শিক্ষকমণ্ডলী পরীক্ষার্থীদের বিশেষ ক্লাস, মডেল টেস্ট পরীক্ষা নিয়েছেন। নিয়মিত তাদের পড়াশোনার অগ্রগতি অভিভাবক সমাবেশ ডেকে অভিভাবকদের মাঝে তুলে ধরেছেন। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা ছিল। অধ্যক্ষ, প্রভাষক এবং গভর্নিং বডির সকল সদস্যের নিয়মিত পর্যবেক্ষণ ও আন্তরিকতার জন্যই আজকের এই সাফল্য। আমার কলেজের শিক্ষকমণ্ডলী এই কৃতিত্বের দাবিদার।
তিনি আরও বলেন, বৃহত্তর অবহেলিত এই অঞ্চলের জনগোষ্ঠীর দিক বিবেচনা করে আমি নিজস্ব অর্থায়নে আমার জমিতে এই কলেজ প্রতিষ্ঠা করেছি। আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের কলেজে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। ভবন প্রয়োজন। অনেক দূর থেকে শিক্ষকবৃন্দ এসে পাঠদান করেন। সেই তুলনায় আমার কলেজের ফান্ড এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেই বেতন দেয়া হয় তা তুলনামূলক কম। এই কলেজটি এমপিওভুক্ত হলে সকল সমস্যা থেকে পরিত্রাণ পাবে এবং এই অঞ্চলের শিক্ষার্থীদের মানোন্নয়নে তাদের মেধার বিকাশ আরো ঘটবে। আমাদের অনার্স ও ডিগ্রী কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। জীবদ্দশায় এই কলেজটি এমপিওভুক্ত হয়েছে দেখে যেতে চাই – এটাই আমার স্বপ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com