শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। যুবকের নাম জুবেল আহমদ (২১)। তিনি পেশায় একজন গাড়ি চালক। জুবেল ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোণা (নয়াবাড়ী) গ্রামের আকদ্দুছ মিয়ার ছেলে। সোমবার বিকাল ৪টায় নিজ বাড়ির বাংলা ঘরের চালের বাঁশের সাথে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়রা জানান, বাড়ির এক আত্মীয়ের বিয়ের ওয়ালিমায় খাওয়া-দাওয়া করে আনুমানিক ১টায় বাড়িতে ফিরেন জুবেল আহমদ। সকলে ওয়ালিমা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ি ফাঁকা ছিল। এই ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেন।
ওসি মিজানুর রহমান বলেন, আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।
লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।