স্টাফ রিপোর্টার ::
আগামী তিন মাসের মধ্যে আ.লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশের পর নড়েচড়ে বসছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষনেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু হতে পারে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলোর সম্মেলন শেষ করা হবে। আগামী এপ্রিলে রমজান মাস থাকায় তখন সম্মেলন প্রক্রিয়া বন্ধ থাকতে পারে। সে ক্ষেত্রে মে মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন শেষ হবে।
সম্মেলনের বিষয়ে জেলা আ.লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, আমরা খুব দ্রুতই বর্ধিত সভার ডাক দিব। সেই সভায় আমরা উপজেলা কমিটিগুলোর সম্মেলন নিয়ে আলোচনা হবে। সব উপজেলায় কমিটির হওয়ার পর জেলা কমিটি নিয়ে আমরা কাজ করবো।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, বর্তমানে সুনামগঞ্জের একমাত্র বিশ্বম্ভরপুর উপজেলা ছাড়া সবকটি উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ। সেগুলোর কমিটি করতে আমরা প্রস্তুত। সেই কমিটিগুলো করার পর জেলা পর্যায়ের কমিটি নিয়ে আমরা আগাবো।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতিউর রহমান সভাপতি ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সাধারণ স¤পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ স¤পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনে এ দুজনের নাম ঘোষণা করেন। পরবর্তীতে প্রায় দুই বছর এক মাস পর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।