ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার জাউয়াবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস গাফফার ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ২টা ২০মিনিটের সময় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা সন্তানসহ সংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় তার কর্মস্থল জাউয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম যানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর ছাতক সদর ইউনিয়নের নিজ বাড়ি মল্লিকপুর গ্রাম সংলগ্ন মাঠে ২য় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন স¤পন্ন হয়।
জানাজায় মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, অধ্যক্ষ নাসির উদ্দিনসহ জাউয়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এসময় সহকর্মীকে শেষ বিদায় জানাতে কলেজ মাঠে উপস্থিত হন জাউয়া কলেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক।