স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। এ বিষয়ে শনিবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়- এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭৩০৩৩১১০০ টি ক্লোন করা হয়েছে। উক্ত নম্বর থেকে কোন প্রকার অযাচিত কল আসলে সাথে সাথে তা জেলা প্রশাসন, সুনমাগঞ্জকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
জানাগেছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।