স্টাফ রিপোর্টার ::
গ্রী কনকা জেনারেল এলিট সুনামগঞ্জ শাখার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের জজ কোর্ট পয়েন্টে (পি.টি.আই স্কুলের বিপরীতে এন.আর মার্কেট) সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ইখতেয়ার হোসেন ফিতা কেটে গ্রী কনকা জেনারেল এলিট-এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের, এস আলম ইলেকট্রিকের সুনামগঞ্জ পরিচালক মো. শাহ আলম ভূইয়া, নিসচা’র সভাপতি ও খান সিরামিকসের প্রো. মোশাহিদ আলম মহিম, এস আলম ইঞ্জিনিয়ারিংয়ের সুনামগঞ্জ পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঠিকাদার সাইদুর ইসলাম প্রমুখ।