শাল্লা প্রতিনিধি ::
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাল্লা উপজেলার ৪টি ইউপির ৩৬টি ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য ও ১২টি সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকার্তা আবু তালেবের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, শাল্লা ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার মিয়া।
উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাসসহ সংরক্ষিত আসন ও সাধারণ আসনের সদস্যরা। শপথবাক্য পাঠ করান নির্বাহী কর্মকার্তা আবু তালেব। এরপূর্বে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।