তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে টুকেরগাঁও গ্রামে হামলা ও মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯ং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী আলাউদ্দিন, তার ছোটভাই জয়নাল উদ্দিন, একই গ্রামের নুর মিয়া, চান মিয়া ও শাকিল হাসান। বুধবার দুপুরে ও বিকেলে অভিযান চালিয়ে টুকেরগাঁও গ্রাম থেকে তাদের ৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে টুকেরগাঁও গ্রামে মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর-জামালগঞ্জ এসপি সার্কেল সাহিদুর রহমান, থানার ওসি আবদুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, হামলার ঘটনায় টুকেরগাঁও গ্রামের গোপাল বর্মণ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।