দিরাই প্রতিনিধি ::
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোয়াজ্জেম হোসেন বলেছেন, যে দেশের অর্ধেক নারী সে দেশে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আজ আমাদের দেশে নারীদের জয় জয়কার। বাংলাদেশের প্রতিটি সেক্টরে নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে।
বুধবার দুপুরে বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাই আয়োজিত নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর প্রশংসা করে বলেন, আমাদের দেশে অনেক বিত্তবান আছেন কিন্তু অনেকই অসহায় এতিমদের কল্যাণে ভূমিকা রাখেননি, জামিল চৌধুরী তার ব্যতিক্রম। তিনি তাঁর কষ্টার্জিত অর্থ দিয়ে ফিমেইল একাডেমির মতো একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
একাডেমির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়ে বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একাডেমির উন্নয়নে কাজ করতে হবে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও একাডেমির শিক্ষক রোকসানা আক্তারের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, জোনাল সেটেলম্যান্ট অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি জামিল চৌধুরী। বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, যুক্তরাজ্য প্রবাসী ডা. মাসুক আহমদ, একাডেমির ফাউন্ডার সদস্য এনাম চৌধুরী প্রমুখ।