জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে একই মঞ্চে পুলিশের দুইটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পৌরসভার হলরুমে মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বিরোধী আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। এতে স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার বিট অফিসার থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার।
বক্তব্য রাখেন সাংবাদিক শংকর রায়, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, ব্যবসায়ী শশী কান্ত গোপ, পৌর কাউন্সিলর কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিজাম উদ্দিন ও গীতাপাঠ করেন ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামী। এ সময় পৌর কাউন্সিলর শাহিন মিয়া, জিতু মিয়া, আলাল হোসেন, ছমির উদ্দিন, নারী কাউন্সিলর সুবর্ণা শর্মা, বাহারজান বিবি, শিল্পী বেগম, থানার এসআই জিয়া উদ্দিন, আবদুস শহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।