ছাতক প্রতিনিধি ::
ছাতকে দেশীয় অস্ত্রসহ আব্দুল কাইয়ুম নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মৃত গৌছ আলীর পুত্র। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে। এ সময় গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো সংঘবদ্ধ ডাকাত দল। এমন খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সর্দার আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে ডাকাতির সরঞ্জামসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ধর্ষণসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।