স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ওয়েজখালি এলাকায় আব্দুল আজিজ (৬২) নামে বিলের এক ইজারাদার খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাকে হত্যার পর বিলের পাশেই মরদেহ ফেলে রাখে। সোমবার রাতে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত আব্দুল আজিজ ওয়েজখালি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। কৃষিকাজ ও নিজের একটি বিলে কাজ করতেন। প্রতিদিন সন্ধ্যায় আব্দুল আজিজ বাড়ি ফিরে এলেও সোমবার রাত পর্যন্ত তিনি বাড়ি না ফিরায় আত্মীয়স্বজন ও লোকেরা তাকে খুজতে বের হলে বিলের কাছেই ক্ষতবিক্ষত একটি লাশ দেখতে পান তারা। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে না পারলেও খুনের ঘটনায় ব্যবহৃত আলামত জব্দ করেছে পুলিশ।
সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম আহমেদ বলেন, আব্দুল আজিজ একজন ভালো ও ধার্মিক লোক ছিলেন। বিল আর টুকটাক কৃষিকাজ করে তার জীবন চলতো। তবে তারে এইরকম নৃশংসভাবে যারা খুন করছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, রাতে আমাদের কাছে খবর আসলে আমরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠাই। তবে এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি।