1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বাঁধ নির্মাণে কবরস্থানের মাটি!

  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রাম সংলগ্ন কবরস্থান থেকে মাটি কেটে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগ গ্রামের সচেতন মানুষের।
ওই গ্রামের আতাউর রহমান বলেন, দুপুরের নামাজের পর স্থানীয় মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কবরস্থানের পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। পরে গ্রামের মুসল্লিরা সেখানে গিয়ে বাধা দেন।
একই গ্রামের আজহারুল ইসলাম বলেন, নামাজের পরে মুসল্লিদের ১০-১৫জন সেখানে গিয়ে দেখি কবরস্থান থেকে মাটি কেটে বাঁধে নেওয়া হচ্ছে। তখনই আমরা বাধা দিয়ে আসি। এভাবে কবরস্থানের পাড়ে মাটি কাটলে ধীরে ধীরে কবরস্থান ভেঙে যাবে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এস্কেভেটর দিয়ে কবরস্থানের পূর্বপাড় কেটে মাটি নিয়ে ফেলা হচ্ছে গ্রাম সংলগ্ন ৯৫নং পিআইসির বাঁধে। সাংবাদিক দেখেই এস্কেভেটর দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ব্যাপারে ৯৫নং প্রকল্পের সভাপতি হেলিম চৌধুরী বলেন, আমার মোবাইলে ম্যাপ থাকে। দশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। আমরা নিষেধ মানছি। যদিও আমি দশেরই একজন। তবে এই জায়গাটি করবস্থানের না বলে জানান তিনি।
ওই প্রকল্পের ৪৭৮ মি. বাঁধে বরাদ্দ দেওয়া হয়েছে ১৬লাখ ৩৯হাজার টাকা।
এ বিষয়ে পাউবো’র উপ প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, কবরস্থান থেকে মাটি কেটে বাঁধে নেওয়া যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com