রোটারী ক্লাব সিলেট ইম্পেরিয়ালের উদ্যোগে বুধবার দুপুরে ছাত্র ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট হাসান কবির চৌধুরী সভাপতিত্বে রোটারী কানো গুল প্রাথমিক বিদ্যালয়ের শিশু ক্লাস থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার, দুটো করে মাস্ক এবং একটি করে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মাহমুদুর রহমান। ডেপুটি গভর্নর কামাল উদ্দিন ভূঁইয়া। আইপিপি ফয়সাল আহমদ আলী। ক্লাব সেক্রেটারি সুমন আহমেদ। ক্লাবের নতুন মেম্বার তারেক আহমেদ রুবেল, সিলেট এক্সপ্রেসের রোটারিয়ান দিদার আহমদ, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আহমেদ এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।
ক্লাব প্রেসিডেন্ট হাসান কবির চৌধুরী তার বক্তব্যে বলেন আগামী দিনগুলোতেও আজকের মত ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী রমজান মাসে এই স্কুলের অভিভাবক এবং গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা করবেন। – সংবাদ বিজ্ঞপ্তি