স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। বাঁধের কাজে কোনো অনিয়ম চলবে না। কেউ অনিয়ম-দুর্নীতি করলে তাকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলায় হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি এসব বলেন। এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট পিআইসি সভাপতি ও সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।