স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক আয়ূব বখত জগলুলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের আরপিনগরে প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের কবরে শ্রদ্ধা জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম সেফু, সাবেক সাধারণ স¤পাদক অ্যাড. শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহ সভাপতি শফিক মিয়া, সাধারণ স¤পাদক সাজিদুর রহমান, আইন বিষয়ক স¤পাদক মাহবুবুল আলম শাহীন, কৃষি ও সমাজ সেবা স¤পাদক এটি এম শাহীন রেজা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, আব্দুল ওদুদ, অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য অমল চৌধুরী, অ্যাড. পঙ্কজ তালুকদার, এসএ আফজাল, শাহরিয়ার আহমদ রিগ্যান, শুভ বণিক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাজ, শাকিব আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়, অনুকূল তালুকদার, সৌরভ প্রমুখ।