স্টাফ রিপোর্টার ::
মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে সতর্কীকরণ ও জরিমানা করা হয়েছে।একই সময় করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক পরিধানের জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে স্বাস্থ্যবিধি বিষয়ক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানাগেছে।