স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২৫ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের যৌথ স্বাক্ষরে দলীয় পত্রে শাহিনুর রহমানকে সভাপতি ও ফখরুল মিয়া তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি আবুল হোসেন, মলয় তালুকদার, আতাউর রহমান, সাদেক আলী, হুসিয়ার আলী, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, মতিন মিয়া, ছয়ফুল আলম, গবেষণা বিষয়ক স¤পাদক বদরুল আমিন, দপ্তর বিষয়ক স¤পাদক নুর আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক স¤পাদক শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আকিক মিয়া প্রমুখ।
কমিটি অনুমোদন শেষে সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজী আবুল কালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যগণ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোবারক হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে সক্রিয় করতে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে দলীয় কার্যক্রম এগিয়ে যাচ্ছে।