স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর, ধর্মপাশা ও দিরাই উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যাদেরকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিরাই উপজেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।