স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকার একটি দোকানের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, তর্কাতর্কির জেরে বন্ধুর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পুরাতন বাসস্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ নামের স্যানিটারি পণ্যের দোকানে রোববার বিকেলে ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম নয়ন (২৪)। সে শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নয়নের বন্ধু মো. রোহান ওইদিন বিকেলে নয়নের দোকানে আড্ডা দিতে যান। এক পর্যায়ে রোহান নয়নের কাছে পাওনা ৪২০ টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে ভাই মো. রেজওয়ানকে নিয়ে এসে দোকানের ভেতরই নয়নকে ছুরিকাঘাত করে রোহান। স্থানীয়রা নয়নকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে নয়ন মারা যান।
ওসি ইখতিয়ার উদ্দিন আরও জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে রোহান ও রেজওয়ানকে আটক করা হয়েছে। নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃত রোহান (২৪) ও রেজওয়ান (২৬) শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের নূরুল হোসাইনের ছেলে।
পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।